(অপুষ্টির সাথে পুষ্টির লড়াই)বারাসাত নপাড়া গীতাঞ্জলি পল্লীর বাসিন্দা সমাজসেবী স্বর্গীয় ফাল্গুনী চৌধুরী সিংহ রায় (পলি) দিদি কোভিডে আক্রান্ত হয়ে মাত্র ৩৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান। পলি দির আকস্মিক প্রয়াণে হৃদয়পুর নব সোপান গভীর ভাবে শোকাহত। তাই হৃদয়পুর নব সোপানের পক্ষ থেকে স্বর্গীয় পলি দির প্রতি শ্রদ্ধা জানাতে আজকের মিশন মিল্কের মাধ্যমে শিশুদের জন্য একগ্লাস দুধ ও বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে ।

৩১ তম দিন (মিশন মিল্ক)Mission Milk.
সময় লাগবে পড়তে: < 1 মিনিট