ফ্রন্ট ক্ষমতায় এলে দেশজুড়ে বিনামূল্যে রেশন-চিকিৎসা, ঘোষণা মমতার

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

দিল্লির মসনদে থেকে বিজেপিকে সরাতে এবার কোমর বেঁধে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকেই সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি উদ্দেশে তাঁর বার্তা, ‘সবাইকে একজোট হয়ে লড়তে হবে।’ ২০১৯ সালের মতো ভোটের মুখে না করে, এখন থেকেই শক্তিশালী ফ্রন্ট তৈরি করার আহ্বান জানান মমতা। পাশাপাশি দেশবাসীর উদ্দেশে তৃণমূল সুপ্রিমোর বার্তা, ‘২০২৪ সালে ফ্রন্ট ক্ষমতায় এলে, দেশজুড়ে বিনামূল্যের রেশন দেওয়া হবে। মিলবে নিখরচায় চিকিৎসার পরিষেবা।’ স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রীর এই ঘোষণা অনেক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ে তোলার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধী রাজনৈতিক দলগুলিকে মমতার বার্তা, ‘তিন বছরও বাকি নেই। এখন থেকেই জোট বেঁধে আলো দেখাতে হবে। একজোট হয়ে লড়তে হবে। ভয় পেলে চলবে না।’ একদিকে যখন অবিজেপি রাজনৈতিক দলগুলিকে ফ্রন্টে আসার বার্তা দিলেন মমতা। একই সঙ্গে দেশবাসীর কাছেও ফ্রন্টের গুরুত্ব তুলে ধরলেন তিনি। বলেন, ‘ফ্রন্ট ক্ষমতায় এলে সকলকে বিনামূল্যে রেশন ও চিকিৎসা দেওয়া হবে।’ অভিজ্ঞমহলের কথায়, দেশের চিকিৎসা পরিষেবা উপর প্রশ্ন তুলে সাধারণ মানুষের সাধারণ চাহিদাগুলিকে অগ্রাধিকার দিতে চেয়েছেন মমতা।

আরও পড়ুন:  নাগাড়ে বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলার পাশাপাশি এবছর একুশে জুলাই পালন করা হয় বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখবেন, সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার ভাষণের সরাসরি সম্প্রচার দেখার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, শরদ পাওয়ার, রামগোপাল যাদব, জয়া বচ্চন- সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। করোনা পরিস্থিতি মিটলে প্রত্যেককে নিয়ে ব্রিগেড সমাবেশ করারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *