প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসির ফলাফল। এই নিয়ে টানা দু’বার বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ায় ফল প্রকাশ করল দা কাউন্সিল ফর দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (সিআইএসসিই)।
ICSE-তে পাশ করেছে 99.98 শতাংশ। অন্যদিকে ISC-তে পাশের হার 99.76 শতাংশ। ICSE-এর ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ই 99.98 শতাংশ পাশ করেছে। অন্যদিকে ISC-তে মেয়েরা পাশ করেছে 99.86 শতাংশ। ISC-তে ছেলেরা পাশ করেছে 99.66 শতাংশ।
দুপুর তিনটে থেকে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-এ ফল জানা যাচ্ছে
কীভাবে রেজাল্ট দেখবেন?
১) দা কাউন্সিল ফর দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-তে যান
২) কোর্স বেছে নিন (ICSE নাকি ISC)।
৩) ইউডিআই (Candidate UID), ইনডেক্স নম্বর (Index number) এবং ক্যাপচা (Captcha) দিন।
৪) তারপর ‘Show Result’-এ ক্লিক করু।
৫) ভবিষ্যতের জন্য রেজাল্ট প্রিন্ট-আউট করে রাখুন।
দেখুন আইসিএসই দশম শ্রেণির (ICSE) এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার (ISC) রেজাল্ট – এখানে দেখুন।