একুশে জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকেই বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। শনিবার জানা গেল, আগামী ২৮ জুলাই অর্থাৎ বুধবার দিল্লির বঙ্গভবনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে সমস্ত দলীয় সাংসদদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা নির্বাচনকে টার্গেট করতে হলে এটাই সঠিক সময় বলেই দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, ২৬-৩০ জুলাই দিল্লিতে থাকবেন। শরদ পাওয়ার, পি চিদাম্বরমজি ওই সময় দিল্লিতে কোনও বৈঠকের আয়োজন করলে তিনি উপস্থিত থাকবেন। এরই মধ্যে প্রকাশ্যে আসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। অন্যদিকে শুক্রবারই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে মনোনীত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, একদিন সংসদের সেন্ট্রাল হলেও যাবেন বাংলার মুখ্যমন্ত্রী।
শনিবার তৃণমূল সূত্রে জানা গেল, ২৮ জুলাই দিল্লির বঙ্গভবনে তৃণমূল নেত্রী মুখোমুখি হবেন এনসিপি প্রধান শরদ পওয়ার ও তাঁর সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে, কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম ও দ্বিগ্বিজয় সিংহ, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন-সহ টিআরএস, আরজেডি, ডিএমকে-র সাংসদদের। তাঁরা গত বুধবার দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনার জন্য উপস্থিত ছিলেন। ফের পরের বুধবারেই কোভিড বিধি মেনে দিল্লিতে আয়োজিত হতে চলেছে অ-বিজেপি রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ বৈঠক।