অসম-মিজোরাম’র ঘটনায় দুঃখপ্রকাশ করে মোদি-শাহকে খোঁচা অভিষেকের

নিউজ রাজনীতি
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

 শুধু রাজ্য নয়, এবার জাতীয় স্তরের নানা ইস্যু নিয়েই ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়য়। গতকালই পেট্রোল-ডিজেল-এর মূল্যবৃদ্ধি নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রীকে তথ্য দেখিয়ে প্রশ্ন করেন, যার উত্তর দিতে পারেনি মন্ত্রী। এবার গতকালের অসম-মিজোরাম-এর ঘটনা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে মোদি-শাহের বিজেপির ব্যর্থতাকে খোঁচা দিয়ে অসম-মিজোরাম সীমান্তের গতকালের ঘটনা নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছেন সাংসদ। 

গতকালই সীমান্ত সমস্যা নিয়ে অসম-মিজোরাম পুলিশদের মধ্যে বৈঠক চলছিল। সেখানেই আচমকা মিজোরামের দিক থেকে ক্ষুদ্ধ জনতা ইট, পাথর ছুঁড়তে থাকে। তারপরেই অসম পুলিশের বিশাল বাহিনী সেই জনতাদের সামলাতে গিয়ে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায়। মিজোরাম পুলিশের সঙ্গে অশান্তি হয় অসম পুলিশের। এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় অসম পুলিশের, গুরুতর আহত হয়েছেন ৫০ জন। ওই এলাকায় অসমের রাস্তা ও জঙ্গল নষ্ট করার অভিযোগও তোলা হয়েছে মিজোরাম পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন:  কাউপক্স থেকে ভ্যাকসিন মাইট্রি

অন্যদিকে, মিজোরামের দাবি, অসম পুলিশ সিআরপিএফ পোস্ট অতিক্রম করে জোর করে তাদের রাজ্যে প্রবেশ করে। মিজোরাম সরকারের দাবি, কোনোভাবেই আলোচনায় রাজি নয় অসম। তাদের পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছে অসমই। আর এই ঘটনায় দুঃখপ্রকাশ করে অভিষেক জানিয়েছেন, ‘মর্মাহত ও দুঃখিত অসম-মিজোরাম সীমান্তের এই মর্মান্তিক ও ভয়ানক ঘটনা শুনে। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা আমার।’ এরই সঙ্গে পাল্টা দিয়ে সাংসদ জানিয়েছেন, ‘বিজেপি সরকারের আমলে এই ঘটনা লাগাতার ঘটছে। গণতন্ত্রের হত্যা করতেই ব্যস্ত তারা। ভারতে আরও ভালো সরকার দরকার।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *