আজ রাজ্যজুড়ে আকাশের মুখ ভার থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। গতকাল বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আবার হাওয়া অফিস সর্তকতা জারি করেছে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের আকাশ মেঘলা থাকবে।
জুলাইয়ের বাকি দিনগুলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে।উত্তরবঙ্গের দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া জেলাতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হবে কলকাতা, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং পূর্ব বর্ধমানে। মত্স্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করা হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে বৃষ্টিতে বেশকিছু জেলা বানভাসি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।