ইছাপুরে পালিত হলো বনমহৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপেরনায় আজ উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া ব্লক ওয়ানের রাওতোড়া পঞ্চায়েতের ইছাপুর গ্রামে পালিত হলো এক বিরাট বনমহোৎসব। এই মহৎ উৎসবের উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার বিশিষ্ট সমাজ সেবিকা তথা জেলা নারী, শিশু কল্যাণ দপ্তরের কর্মধিকা শ্রীমতি রেহেনা খাতুন মহাশয়া।
এছাড়া আঠারো নং বুথের পঞ্চায়েত সদস্যা শ্রীমতী রিনা ঘোষ মহাশয়া, মালিকগ্রাম বুথের সদস্য শ্রী কাদের আলী মন্ডল মহাশয়, শ্রীমতি রেহেনা খাতুন মহাশয়া বলেন যে, যে ভাবে চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে বা যেভাবে ছোট খাটো কারখানা তৈরি হচ্ছে তাতে বিশ্ব উষ্ণায়ন ক্রমাগত বেড়েই চলেছে, এই করোনা মহামারীর ফলে মানুষ বুঝতে পেরেছে যে অক্সিজেন এর দরকার কতটা।
তিনি বলেন সাজ প্রায় একশো গাছ লাগানো হলো এবং এই গাছ রাক্ষনা বেক্ষণের জন্য কয়েক জন কে দায়িত্ব দেওয়া হয়েছে, ভবিষ্যতে রকম অনেক গাছের চারা লাগানো হবে, এই সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থা পনায় যার উদ্যোগ সেই রিপন ঘোষ কে তিনি বলেন সামনে এগিয়ে যেতে এবং পুরো পঞ্চায়েত জুড়ে এই বৃক্ষ রোপন কর্ম সূচি চালিয়ে যেতে.