করোনা ঠেকাতে বিশেষজ্ঞরা ভরসা রাখছেন ভ্যাকসিনে

নিউজ স্বাস্থ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

মঙ্গলবারে সংক্রমণের হার কমলেও বুধবারের পরিসংখ্যান আবার উদ্বেগ বাড়ালো দেশবাসীর। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দেশে ৪২ হাজার ৬২৫ জন। যা গত কালের থেকে প্রায় ১২ হাজারেরও বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২।

একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জন মারা গিয়েছেন। সংক্রমণের পাশাপাশি বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩ জন। ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

আরও পড়ুন:  অবস্থার উন্নতি, আগের থেকে ভালো আছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

এই পরিস্থিতিতে করোনা ঠেকাতে বিশেষজ্ঞরা ভরসা রাখছেন ভ্যাকসিনে। দেশে এখনও পর্যন্ত ৪৮ কোটিরও বেশি নাগরিক করোনার টিকা নিয়েছেন। ICMR-এর তথ্য অনুযায়ী দেশে গতকাল ১৮ লক্ষ ৪৭ হাজার ৫১৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৪৭ কোটি ৩১ লক্ষ ৪২ হাজার ৩০৭ জন করোনা পরীক্ষা করিয়েছেন।করোনার দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি। এই পরিস্থিতিতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে শুধুমাত্র টিকাকরণ নয়। প্রয়োজনীয় দূরত্ববিধি, স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *