এবার পরীক্ষামূলক ভাবে কলকাতায় নামানো হল সিএনজি চালিত বাস। সোমবার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে স্টিয়ারিংয়ে বসে সেই বাস চালালেন। কসবার এক ডিপো থেকে এই বাসের চলাচল শুরু হয়। একদিকে জ্বালানির খরচ কমানো, অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণ করা। এই দুই বিষয়ের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। সফল হলে রাজ্যজুড়ে সিএনজি চালিত বাস চালানোর পরিকল্পনার কথা জানালেন পরিবহনমন্ত্রী।
ফিরহাদ হাকিম বলেন, “তেলের যা দাম তাতে বাস চালিয়ে অনেক টাকার ক্ষতির মুখে পড়বে সরকার। তারই বিকল্প হিসাবে পরিবেশবান্ধব সিএনজির কথা মাথায় আসে। ব্যাটারির কথাও ভাবা হয়েছিল। কিন্তু সেগুলির এত দাম সব গাড়ি কনভার্ট করা সম্ভব নয়। তখনই একটি সংস্থা এসে জানাল, ‘সিএনজি কিট বানিয়ে দেব। পরীক্ষা আপনার বাস দিয়েই হবে। যদি সফল হই তা হলে যত ডিজেল বাস আছে সব সিএনজি করে দেব’। আমি ভাবলাম এ তো হাতে চাঁদ। এরপরই দু’টি পুরনো পড়ে থাকা বাসে প্রায় দু’মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করে এবার দু’টি বাস নামানো হল। আমিও একটু চালিয়ে দেখলাম। কোনও সমস্যা হচ্ছে কি না। ফুয়েল ফ্লো-এর কোনও সমস্যা হচ্ছে কি না তা নিজেই দেখে নিলাম।”