কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলায় বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল রাজ্য সরকার। বৃহস্পতিবারই নবান্ন থেকে জানানো হয়েছে এই খবর। মোট ১০ জন দক্ষ আইপিএস অফিসারকে পাঁচটি জোনে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জনে দু’জন করে শীর্ষ আইপিএস অফিসারকে রাখা হয়েছে বলে নবান্ন নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে। এই জোনগুলি হল কলকাতা, হেড কোয়ার্টার, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম জোন।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ভোট পরবর্তী অশান্তি মামলা দু’ভাগে ভাগ করে তদন্ত হবে। খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার জন্য রাজ্য সরকারকে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট।
কিন্তু সিট গঠন করতে দেরি হচ্ছে বলে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। এবার হাইকোর্টের নির্দেশমতো সিট গঠন করল নবান্ন। রাজ্যের দাবি, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তদন্ত। আগামী ছয় সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা করা হবে কলকাতা হাইকোর্টে।