নবরূপে সেজে উঠবে কলকাতার রেডরোড ও ভিআইপি রোড

নিউজ
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

রাজ্য সরকার কলকাতার দুই অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোড ও ভিআইপি রোড কে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন করে গড়ে তুলছে। আধুনিক প্রযুক্তির কোল্ড মিক্স দিয়ে এই রাস্তা দুটি তৈরি করা হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর জন্য জার্মানি থেকে বিশেষ যন্ত্র আনা হচ্ছে।  এরাজ্যে এই প্রথম এমন পদ্ধতিতে রাস্তা তৈরি হবে। পরবর্তীকালে এই প্রযুক্তি ব্যবহার করে শহরের অন্যান্য রাস্তাকেও নতুনভাবে তৈরি করা হবে বলে রাজ্যের পূর্ত দপ্তর সূত্রে খবর। এভাবে যে রাস্তা তৈরি হবে তা সাধারণ রাস্তার তুলনায় অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে পূর্ত কর্তাদের দাবি।

বাসন্তী হাইওয়ের ধারে চৌবাগার কাছে জার্মানির প্রযুক্তিতে অত্যাধুনিক ম্যাস্টিক অ্যাসফল্টের প্লান্ট তৈরি করা হচ্ছে। সেটি তৈরি হয়ে গেলে শহরের অন্যান্য রাস্তা মেরামতি করার কাজ অনেক বেশি সহজ হয়ে উঠবে বলে পূর্ত কর্তাদের দাবি। দপ্তর সূত্রেই জানা গিয়েছে, প্রায় আট বছর  রেড রোডের সংস্কার হয়নি।

আরও পড়ুন:  অসুস্থ মুকুল রায়, ভর্তি SSKM

বিশেষজ্ঞদের মতে, দু’টি রাস্তার মেয়াদই শেষ হয়ে গিয়েছে। এখন নতুন করে তৈরি করার সময় এসেছে। এই পদ্ধতিতে রাস্তা তৈরির কাজও সহজ। বর্তমান রাস্তার উপরিভাগ চেঁচে তুলে ফেলা হবে। তার উপরে ঢালা হবে কোল্ড মিক্স। এভাবে দিয়ে রাস্তা তৈরি হবে তা সাধারণ রাস্তার তুলনায় অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে পূর্ত কর্তাদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *