যাত্রী পরিষেবা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। চালু করা হচ্ছে এসি ৩ টায়ার ইকনমি কোচ। শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ইকোনমি কোচের চূড়ান্ত ভাড়া ঘোষণা করেছে রেল। এই কোচে মোট ৮৩টি বার্থ থাকছে। জানা গিয়েছে 3AC ইকোনমি (Economy) কোচের ভাড়া আগের AC 3-Tier থেকে ৮% কম করা হয়েছে।
কেন্দ্রীয় রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ৩- এসি ইকোনমি কোচের সুবিধা সমস্ত মেল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনে পাওয়া যাবে হবে। ইতিমধ্যে এই রকমের ৫০টি কোচ বিভিন্ন জোনাল রেলওয়েকে দেওয়া হয়েছে।
রেল মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলে হয়েছে, এই ৩ এসি ইকনমি কোচের মূল ভাড়া মেল, এক্সপ্রেস ট্রেনের বর্তমান স্লিপার ক্লাস কোচের বেস ভাড়ার ২.৪ গুণ কম।
নতুন ৩-এসি ইকনমি কোচের সর্বনিম্ন বেস ভাড়া হচ্ছে ৪৪০ টাকা। ১ থেকে ৩০০ কিলোমিটার দূরত্বের জন্য আসন প্রতি ৪৪০ টাকা নেওয়া হবে। গন্তব্যের দূরত্বের উপর ভিত্তি করে ভাড়া বাড়বে। ৪৯৫১ থেকে ৫০০০ কিলোমিটার গন্তব্যের জন্য সর্বোচ্চ ৩,০৬৫ টাকা ভাড়া রাখা হয়েছে। এছাড়াও ৩-এসি ক্লাসের জন্য রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ, গুডস এবং সার্ভিস ট্যাক্স ও অন্যান্য চার্জ আলাদাভাবে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই নতুন কোচগুলি নর্দান সেন্ট্রাল রেলওয়েতে প্রথম চালু করা হচ্ছে। ০২৪০৩ প্রয়াগরাজ -জয়পুর এক্সপ্রেস (Prayagraj-Jaipur Express) ২০২১-এ এই কোচ ৬ সেপ্টেম্বর থেকে চালু করা হচ্ছে। এর জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। রেল মন্ত্রকের তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, “নর্দান সেন্ট্রাল রেলওয়েতে 3AC ইকোনমি কোচ প্রথমে চালু করা হচ্ছে। প্রয়াগরাজ ও জয়পুরের মধ্যে প্রথমে চালানো হবে এই কোচ। যাত্রীবান্ধব কোচগুলিতে ৮৩টি বার্থ থাকছে, যেগুলির ভাড়া আগের থেকে একটু কম করা হয়েছে।”