চলতি সপ্তাহতেই কলকাতায় শুরু হচ্ছে জাইকভ-ডি-এর দুটি ডোজের ভ্যাকসিন ও স্পুটনিক লাইট-এর সিঙ্গেল ডোজের ভ্যাকসিনের ট্রায়াল। সিঙ্গল ডোজের স্পুটনিক লাইটের ট্রায়াল চলবে স্কুল অফ ট্রপিকাল মেডিসিন ও রুবি হাসপাতালে। আর যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের পরীক্ষামূলকভাবে জাইকভ-ডি টিকার ২ টি ডোজ দেওয়া হবে পিয়ারলেস হাসপাতালে।
করোনার তৃতীয় ঢেউতে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা থাকায় দ্রুত টিকা আনা হচ্ছে। শিশুদের কথা মাথায় রেখেই জাইকভ-ডি বাজারে এনেছে জাইডাস ক্যাডিলা। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক টিকা বানিয়েছে জাইডাস ক্যাডিলা। সূচ বিহীন টিকা এনেছে জাইডাস ক্যাডিলা।
যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের শরীরে জাইকভ ডি টিকার ব্যবহারে জরুরিভিত্তিতে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা-র দাবি, এই টিকা বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
আগে জাইডাস ক্যাডিলা জানিয়েছিল শিশুদের অর্থাৎ ১২ বছরের উর্দ্ধে টিকা প্রাপকদের তিনটি ডোজ নিতে হবে। কিন্তু পরীক্ষায় দেখা যায় দুটি ডোজ নিলেই খতম হচ্ছে করোনা। বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। অপরদিকে দেশের ১০টি জায়গায় ১৮০জন স্বেচ্ছাসেবককে নিয়ে স্পুটনিক লাইটের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে।