কিছুদিন আগেই মহামায়াকে বিদায় জানিয়েছে বাঙালি। এখনও কাটেনি বিজয়া দশমীর রেশ। কিন্তু দেবীপক্ষ শেষ হতেই গোটা রাজ্য মেতে উঠেছে ধনদেবীর আরাধনায়। ‘দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস…।’ এই মন্ত্রেই মুখরিত হয়ে আছে চারপাশ। আজ কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja)। হিন্দু শাস্ত্র মতে, কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছে’। মনে করা হয়, যারা আজ সন্ধ্যেবেলায় লক্ষ্মীদেবীর আরাধনা করে সারারাত জেগে থাকবেন তারাই দেবীর কৃপা লাভ করবেন, তাঁদের গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন দেবী। ঘরে ঘরে চলছে মায়ের পুজোর প্রস্তুতি।
পুজোর আয়োজনে খামতি নেই এই অতিমারীর (Pandemic) আবহেও। সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় নিম্নচাপের জেরে বৃষ্টিপাত (Rainfall) হলেও পুজোর জোগানের জন্যে ছাতা মাথায় বাজারে ভিড় জমিয়েছেন আম-জনতা। মা লক্ষ্মীর আরাধনার দিনে শাক-সবজি থেকে ফলমূল, মিষ্টি কিংবা মাছ, দাম আকাশ-ছোঁয়া।যেহেতু লক্ষ্মীদেবীর ভোগে অনেকেই মাছ রাখেন, তাই মাছের বাজারেও ভিড় ছিল এদিন। ভিড় চোখে পড়েছে দশকর্মা ভান্ডারেও।
তবে উৎসবের আমেজ গায়ে মেখে নিয়েছে বাঙালি। সোশ্যাল মিডিয়াতে (Social media) ইতিমধ্যেই বাড়ির পুজোর ছবি আপলোড (Picture Upload) করতে শুরু করেছেন নেটিজেনরা (Netizen)। বাদ পড়েননি সেলেবরাও। রাজনীতির ময়দান হোক বা গানের মঞ্চ সবকিছু দক্ষ হাতে সামলে আজ মায়ের আরাধনায় মেতেছেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munsi)। টলিউড অভিনেত্রী তনুশ্রীর বাড়িতে আজও অমলিন পুজোর ভোগে ইলিশের চল। অপরদিকে এইবছর অতিমারী এবং পরিজন বিয়োগের দরুন পুজোর এলাহী আয়োজন আপাতত স্থগিত রেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই বছর পুরোহিতের বদলে মায়ের পুজো সারবেন তিনি নিজেই। সাধারণ গৃহস্থ বাড়ি থেকে টলিউডের সেলেব, ধনদেবীর কৃপা লাভের আশায় আজ প্রত্যেকেই মেতেছেন মা লক্ষ্মীর আরাধনায়।