করোনা পরিস্থিতি সহ নানা কারণে বারবার পিছিয়ে গিয়েছে পুরভোট। তবে আর নয়, এবার ছট পুজো মিটলেই বেজে উঠবে পুরভোটের (Municipality Election) দামামা। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে পুরভোটের প্রস্তুতি।
সম্প্রতি জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বড়দিনের আগেই রাজ্য সরকার (State Government) কলকাতা (Kolkata), হাওড়া (Howrah) এবং বিধাননগরে (Bidhannagar) পুরভোট করাতে আগ্রহী। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সূত্রের খবর, তিন পুরসভার ভোট হতে পারে ১২ কিংবা ১৯ ডিসেম্বর। নির্বাচন কমিশন চাইছে বড়দিনের ছুটির আগেই তিন পুরসভার ভোট শেষ করে ফেলতে। তাতে দীর্ঘদিন ধরে বাকি থাকা পুরভোটের একটি পর্যায়ের কাজ অন্তত শেষ হবে। একই সঙ্গে বাকি পুরসভাগুলির ভোট-প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়া যাবে।
ছটপুজো মিটে গেলে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে কমিশনের তরফে। সব মিলিয়ে বলা যায়, আপাতত এই তিন পুরসভায় ভোট করিয়ে করোনা সংক্রমণের পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো সম্ভব, তা যাচাই করে নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।