করোনা সংক্রমণের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার থেকে প্রায় দুই বছর পর খুলতে চলেছে স্কুল। ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে পড়ুয়াদের। তবে এখনই সব ক্লাস চালু হচ্ছে না।
অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হচ্ছে মঙ্গলবার থেকে। ফলে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও স্কুল বিল্ডিংয়ের মেরামতের কাজ চলছে তো কোথাও রঙের। তবে সব স্কুলগুলোতে স্যানিটেশনের কাজ একসঙ্গে চলছে।
২০ মাস অর্থাৎ প্রায় দু’বছর ধরে স্কুলে গিয়ে পড়াশোনা বন্ধ। করোনা সংক্রমণ এড়াতে চলছিল বাড়িতে বসে অনলাইনে ক্লাস। অবশেষে রাজ্য সরকার ঘোষণা করেছে ১৬ নভেম্বর, ২০২১ থেকে ফের পড়ুয়াদের জন্য খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। অর্থাৎ, অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। ফলে অভিবাবকদের চিন্তা এখন অনেকটাই বেড়েছে।
কারণ, দীর্ঘ সময় ধরে স্কুলে ক্লাস বন্ধ থাকায় স্কুল ইউনিফর্ম পায়নি পড়ুয়ারা। করোনার জন্যই সেটা সম্ভব হয়নি।ফলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে স্কুলে যাওয়া নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অনেক অভিবাবক। তবে পড়ুয়াদের অধিকাংশ খুশি স্কুল চালু হওয়ায়।