বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের, অনলাইনে জানানো যাবে অভিযোগ

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

কলকাতা পুরসভার ভোট গ্রহণের মধ্যে দিয়ে শুরু হচ্ছে রাজ্যের বহু প্রতীক্ষিত পুর নির্বাচন পর্ব। আইন অনুযায়ী এই ভোট আয়োজনের দ্বায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, প্রত্যেক ভোটদাতা যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তাঁর নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

রাজ্যে পুরভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে লক্ষ্যে এবার বড়োসড়ো পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। এরাজ্যে প্রথম পুরো নির্বাচনে ভোটারদের অভিযোগ সরাসরি অনলাইনে কমিশনের কাছে জানানোর ব্যবস্থাপনা তৈরি হলো। অভিনব এই ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে ইলেকশন গ্রিভান্সেস ম্যানেজমেন্ট সিস্টেট বা ইজিএমএস তৈরি করেছে। রাজ্য নির্বাচন কমিশনের দাবি পুরসভা পঞ্চায়েতের মত স্থানীয় প্রশাসনের নির্বাচনের জন্য এধরনের ব্যবস্থাপনা এই প্রথম।

আরও পড়ুন:  মমতাকে আক্রমণ, কেএলও নেতা জীবন সিংহের বিরুদ্ধে UAPA লাগু রাজ্যের

কমিশন সূত্রে জানা গিয়েছে এই অভিযোগ জানানোর পোর্টালটি তৈরি করেছে রাজ্য সরকারেরই সংস্থা ওয়েবেল। লোকসভা, বিধানসভা ভোটে ভোটারদের অভিযোগ জানানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের নিজস্ব পোর্টাল রয়েছে। এই পোর্টালটি ও কাজ করবে একইরকম ভাবে।

অনলাইনে লিখিতভাবে ভোটাররা অভিযোগ জানাতে পারবেন। সেই সংক্রান্ত নথিপত্র এবং ছবি ও আপলোড করা যাবে।ওয়েবসাইটে যেসব অভিযোগগুলি আসবে জেলা-ভিত্তিক কেন্দ্রগুলি সেগুলি মীমাংসার বিষয়ে কাজ করবে। অভিযোগকারীরা তাঁদের অভিযোগগুলি নিষ্পত্তির জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *