ডাক্তারবাবুর হাত ধরেই উন্নয়নের স্বপ্ন বারাসাতের ২১ নম্বর ওয়ার্ডে

নিউজ রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

বারাসাত পৌরসভার ২১নম্বর ওয়ার্ড। এখান থেকে এবারের পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী ডা: বিবর্তন সাহা। প্রথমেই এই ওয়ার্ডে ছিল বামেদের দখলে। পরে প্রাক্তন ওয়ার্ড কো-অর্ডিনেটর যোগদান তৃণমূলে। কিন্তু কান পাতলেই তার বিরুদ্ধে অভিযোগ শোনা যেত এলাকায়।

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই ২১নম্বর ওয়ার্ডে জোরকদমে কাজ শুরু করেন এলাকার প্রিয় ডাক্তারবাবু। তবে শুধু ২১নম্বর ওয়ার্ডেই নয়, গোটা বারাসাতে জুড়ে করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে।

করোনা অতিমারি সময় দিনরাত মানুষের সেবায় কাজ করে গেছেন ডাক্তার বিবর্তন সাহা। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির আহবায়কের দায়িত্বও সামলেছেনও তিনি। বেসরকারি হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে সেফ হোমে থাকা করোনা রোগীরা ঠিকমতো সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখতেও ছুটে গেছেন সেখানে। পাশে বসে কথা বলেছেন করোনা আক্রান্তদের সাথেও।

আরও পড়ুন:  আলো রানী সরকারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে গোপাল শেঠের প্রশ্নের মুখে বিজেপি নেতা স্বপন মজুমদার

করোনা আক্রান্তদের পরিষেবা দিতে গিয়ে দুবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ডাক্তারবাবু। তা সত্ত্বেও তিনি সমান উদ্যমেই কাজ চালিয়ে গেছেন। হাসপাতালে ভর্তি করাতে বহুবার করোনা আক্রান্তদের নিয়ে নিজেও ছুটে গেছেন হাসপাতালে। আর সেই ডাঃ বিবর্তন সাহা এবার উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী। এবারে তাঁর দুটি লড়াই। প্রথম লড়াই করোনার সঙ্গে মানুষের প্রাণ বাঁচাতে। দ্বিতীয় লড়াই অবশ্য বিরোধী দলের সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন। কারণ সেই তালিকায় নাম ছিল না ডা: বিবর্তন সাহার। পরে যে প্রার্থী তালিকার পরিবর্তিত রূপ জেলা সভাপতির কাছে পাঠানো হয় তাতে উঠে আসে তাঁর নাম। স্থানীয় মানুষের আশা এলাকা এবার ডাক্তারবাবুর হাত ধরে উন্নয়নমুখী হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *