আর জি কর হাসপাতালের অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজ্য সরকার

ব্রেকিং রাজ্য স্বাস্থ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

সৌদীপ ভট্টাচার্য, আর জি করে অচলাবস্থা কাটাতে তৎপর স্বাস্থ্য দফতর। বিভাগীয় প্রধানদের নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্য ভবনে। আজ সকালে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আর জি কর হাসপাতালের ৩৮টা বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করেন ডি এম ই। সেখানে যাতে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করা যায় এবং রোগীদের ফিরে যেতে না হয় তার জন্যে কি ব্যবস্থা নেওয়া উচিত সেই নিয়ে রূপরেখা তৈরি করা হয়। প্রতিটা দফতরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা কর্মবিরতি করায় কার্যত অচলবস্থার পরিস্থিতি আর জি কর হাসপাতালে। তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় এবং কাজ সচল করা যায় সেই বিষয় নিয়েই আজ আলোচনা করা যায় বলে জানান বিভাগীয় প্রধানরা। এখনো পর্যন্ত বেশিরভাগ ট্রেনি কাজে যোগ দিয়েছে এবং যারা এখনও কাজ করছেন না তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে বলে জানান আর জি কর হাসপাতালের ডিন প্রবীর মুখার্জী। এদিন বৈঠক শেষে হেলথ সেক্রেটারি জানান, “পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় সেই নিয়ে বৈঠক হয়েছে। আমরা আশাবাদী দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে”।

আরও পড়ুন:  সাংবাদিক উদয় বসু ও আলোক ঘোষের পরিবারকে সরকারি সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *