বারাসাত নপাড়া গীতাঞ্জলি পল্লীর বাসিন্দা পলি করোনাকালে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে ছিলেন। কিন্তু সেই করোনাই পলি কে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এমন একজন সমাজসেবী কে হারিয়ে হৃদয়পুর নব সোপান গভীরভাবে শোকাহত। পলি – র সেবা মূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে পলি- কে আমাদের সকলের মধ্যে বাঁচিয়ে রাখতে অসহায় ২৫ টি পরিবারের জন্য (১০ রকম খাবার)রেশনের ব্যবস্থা করেছে হৃদয়পুর নব সোপান।

স্বর্গীয় ফাল্গুনী চৌধুরী সিংহরায় (পলি)- এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
সময় লাগবে পড়তে: < 1 মিনিট