অর্কিট চাষ করে নজির গড়লেন শিলিগুড়ি বাসিন্দা অধ‍্যেন্দু দে

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ডেস্কঃ  ছাদের ওপর অত‍্যাধুনিক উপায়ে বাহারি অর্কিট চাষ করে নজির গড়লেন শিলিগুড়ি বাসিন্দা অধ‍্যেন্দু দে। বেসরকারি বিমা সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী অধ‍্যেন্দু দে ফুলকে ভালোবেসে হায়দাপাড়ার তাঁর নিজ বাসভবনের ছাদে বিভিন্ন প্রজাতির ফুল ও ফল ফুটিয়েছেন।

অধ‍্যেন্দুবাবু সঙ্গে কথা বলে একটি বিষয় উঠে আসে যে ,অধ‍্যেন্দু দে ছোট থেকে ফুল গাছের ওপর তাঁর টান।তিনি কর্মজীবণ থেকে অবসর হবার পর পুরো সময় তিনি গাছ পরিচর্চার ওপরে জোড় দেন। এখন বর্তমানে তাঁর ছাদে বাহারী ফুলের পাশাপাশি আম ,মুসাম্বি,ড্রাগনফ্রুট ফুটিয়েছেন।এই সবের থেকে একটু আলাদা এই আবহাওয়াতে বিভিন্ন ধরনের অর্কিট চাষ করে সফল হয়েছেন।

অধ‍্যেন্দু দে সংবাদপত্রকে জানান তিনি অনলাইনের মাধ‍্যমে চারা গাছ এনে অনেক কষ্টের ফল তিনি পেয়েছেন।শিলিগুড়ির আবহাওয়া জন‍্য ছাদের ওপর পাতলা প্লাস্টিকের চাল লাগিয়ে কৃত্রিম উপায়ে ঠান্ডা রাখার ব‍্যবস্থা করেছেন।তিনি আরো জানান এই আবহাওয়াতে অর্কিট ফোটানো একটু কষ্ট।

আরও পড়ুন:  Bharatiya Jana Seva Mission bags “Pure Social Impact Award 2022”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *