এগিয়ে বাংলা ডেস্কঃ নববারাকপুর তৃণমূল কংগ্রেস উদ্যোগে বসন্ত উৎসব। এই উৎসবে এলাকার কচিকাচা থেকে শুরু করে মহিলাদেরকে দেখা গেল এই দিন। নববারাকপুর ৮ নম্বর ওয়ার্ডে বসন্তোৎসবে সকলে মিলে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়জন করা হয়।
এই বসন্ত উৎসব বাঙালির আবেগ ও প্রানের। রঙ বেরঙের আবিরে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধনকে অটুট করে। শুক্রবার সকালে বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করল নববারাকপুর ৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
এদিন দেবাশিস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরে শোভাযাত্রা এলাকার কচিকাচা থেকে মহিলারা অংশগ্রহণ করেন। রঙ বেরঙের আবিরে মুখরিত হয়ে ওঠে এলাকা।
বসন্তের ভিন্ন গানে মহিলাদের কন্ঠে এবং রাস্তায় মোড়ে মোড়ে ছোট শিশু শিল্পী থেকে মহিলাদের নৃত্য শৈলী এক অভূতপূর্ব সাড়া ফেলে দেয় প্রভাতী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুরমাতা শোভা রায়, ডাঃ পংকজ কুমার অধিকারী, ডাঃ নিতাই রায় সহ ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা।