এক ঘণ্টার মধ্যে বেআইনি পুকুর ভরাট বন্ধ করে দিলেন বিধায়ক সুবোধ অধিকারী

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এবার হালিশহর সংলগ্ন ১৪ নম্বর ওয়ার্ড অলকানন্দা জলের ট্যাঙ্কে সামনে টিন দিয়ে ঘিরে বেআইনি ভাবে পুকুর ভরাট হচ্ছিল সমস্ত ঘটনা বিধায়ক জানতে পেরেই এক ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হল পুকুর ভরাট। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানার পুলিশ।

এর আগেও বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী বলেছেন আমার বীজপুরে কোনরকম পুকুর ভরাট মেনে নেওয়া যাবে না কিন্তু কেউ যদি বেআইনিভাবে পুকুর ভরাট করলেও আমাকে খবর দিন আমি বন্ধ করে দেবো। পাশাপাশি কিছুদিন আগেই হালিশহরের বেশ কয়েকটি বেআইনিভাবে পুকুর ভরাট বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী।

হালিশহরের পৌর প্রশাসক রাজু সাহানি জানান, এলাকার অনেক মানুষই সরাসরি বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখেন। আমাদের বিধায়ক আগেই জানিয়েছিলেন এলাকায় কোনরকম বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। তাই সাধারণ মানুষের কাছেও তিনি জানিয়ে রেখেছিলেন কোন বেআইনিভাবে পুকুর ভরাটের বিষয় সামনে এলেই তৎক্ষণাৎ তাকে জানাতে । সেই মতই এই ঘটনায় এলাকার এই কেউ বা কারা বিধায়ককে জানান। বিধায়ক সুবোধ অধিকারী সঙ্গে সঙ্গে বিষয়টি আমাকে জানান। আমি খোঁজখবর নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিই। আপাতত গোটা বিষয়টি বিচারাধীন।

আরও পড়ুন:  ইছাপুরে পালিত হলো বনমহোৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *