হৃদয়পুর নব সোপান বহুদিন ধরেই অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে, বিশেষত এই করোনা পরিস্থিতিতে মানুষ থেকে সারমেয় সকলের জন্য ফুড ব্যাঙ্কের মাধ্যমে প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিদিনের কাজগুলো সংগঠনের পক্ষ থেকে যারা বিনা পারিশ্রমিকে কেবলমাত্র ভালোবেসে ৩৬৫ দিন এই কাজ করে চলেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন নীল দা (নীল শীল) , নীল দা ও তার পরিবারের সকলেই সংগঠনের সমস্ত কাজে সবসময় এগিয়ে এসেছেন তাই নীল দার জন্মদিনে সকল শিশুদের সাথে কেক কেটে জন্মদিন পালন করল হৃদয়পুর নব সোপান।

শুভ জন্মদিন নীল দা (নীল শীল)
সময় লাগবে পড়তে: < 1 মিনিট