হৃদয়পুর নব সোপান শিশুদের পাশাপাশি মহিলাদের হেলথ এন্ড হাইজিন নিয়েও বহুদিন ধরে কাজ করে চলেছে , মহিলাদের ন্যাপকিন ব্যবহার করার জন্য সচেতন করা ও প্রতি মাসে মহিলাদের স্যনিটারি ন্যাপকিন দেওয়া হয় । সেই একই ভাবে আজ আরিফবাড়ি সংলগ্ন ইটভাটার মহিলাদের সুরক্ষার কথা ভেবে সৌভিক ঘোষ- র সহযোগিতায় তাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে এবং সারাবছর সৌভিক ঘোষ- র সহযোগিতায় হৃদয়পুর নব সোপানের মাধ্যমে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।

মহিলাদের ন্যাপকিন ব্যবহার করার জন্য সচেতনতা বার্তা
সময় লাগবে পড়তে: < 1 মিনিট