ভিন রাজ্যের হারিয়ে যাওয়া মুক বধির শিশুকে হ্যাম রেডিওর সহায়তায় ফিরে পেল পরিবার। ছেলেকে ফিরিয়ে নিতে এসে হয়রানির শিকার হয়েও অবশেষে বারাসাত কিশলয় হোম থেকে ছেলেকে নিয়ে গেল পরিবার। চলতি বছরের জুন মাসের ২ তারিখ বিহারের পাটনার বাসিন্দা ১০ বছরের মুক-বধির শিশু নিরজ কুমার ঘর ছেড়ে বেরিয়ে আসে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে হ্যাম রেডিও সংস্থা মুখবধির শিশুটির খোঁজ খবর পায় হিঙ্গলগঞ্জ এর স্থানীয় সূত্রে। এরপর হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে শিশুটির পাটনার স্থানীয় থানায় যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে। এরপর তড়িঘড়ি পাটনা থেকে পরিবারের লোকজন শিশুটিকে ফিরিয়ে নিতে হিঙ্গলগঞ্জ থানায় গেলে তাঁদের জানানো হয় লোকাল পঞ্চায়েত স্তরে উপযুক্ত প্রমান নথি পত্র নিয়ে ইমেইল মারফত জেলা বারাসাত কিশলয় হোমের সঙ্গে যোগাযোগ করতে। পরিবারের লোকজন পাটনায় ফিরে যায় এবং উপযুক্ত প্রমান সহকারে ইমেইল মারফত বারাসাত কিশালয় হোম কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। সোমবার সেইমতো শিশুটির পরিবার সকাল ছটার সময় হাজির হয় বারাসাত কিশলয় হোমে। দীর্ঘ ৯ ঘন্টা পর অবশেষে শিশুটিকে ফিরে পেল অসহায় বাবা। সোমবার দুপুর ৩ তে নাগাদ বারাসাত কিশালয় হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুটিকে তুলে দেওয়া হয় পরিবার হাতে। দীর্ঘ প্রতীক্ষার অবশেষে ঘরের ছেলেকে ফিরে পেয়ে খুশি মুক-বধির শিশুর পিতা।

সৌজন্যে হ্যাম রেডিয়ো, হারিয়ে যাওয়া মুক বধির শিশুকে ফিরে পেল পরিবার
সময় লাগবে পড়তে: < 1 মিনিট