চলতি মাসেই শিল্পমেলা, ৫ দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ১২ টি দেশ প্রতিনিধিরা

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা নিউজডেস্কঃ চলতি মাসেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেইসঙ্গে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল এক্সপো। এই শিল্প মেলা চলবে ৫ দিন। শিল্পমেলায় ১২টি দেশের উপস্থিত থাকার কথা।  দিল্লি, মুম্বই এবং নানা রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থা থাকবে। এখানে হাতেকলমে শিল্পজাত পণ্য যাচাই করার সুযোগ থাকে। তাতে বাণিজ্য চুক্তি অনেক বেশি সফল হয়। এবার সেই আয়োজনই করছে বাংলা।

সর্বাধিক গুরুত্ব পাবে বৈদ্যুতিন গাড়ি। দূষণ থেকে বাঁচতে এই গাড়ির বাজার অনেকটাই বাড়বে। সঙ্গে থাকছে অটোমোবাইল ও অটো পার্টস, মেশিনারি, রাসায়নিক পণ্য, পেট্রকেমিক্যাল, প্লাস্টিক, সোলার, বৈদ্যুতিন যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ, অলঙ্কার,  হার্ডওয়্যার ও বল বিয়ারিং, সাইকেল, তথ্যপ্রযুক্তি, লাইফ স্টাইল, চর্ম, জুতো, খেলনা, আবাসন, বস্ত্র ও হোসিয়ারি।

আরও পড়ুন:  প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসির ফলাফল

উল্লেখ্য এর আগে শিল্প পরিকাঠামো নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বিরোধীরা। এবছর শিল্প বিনিয়োগের লক্ষ্য নিয়েই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তার প্রথম কাজ হবে এবারের সরকার গঠন পর শিল্প পরিকাঠামোয় বাড়তি নজর দেওয়া। সেই প্রতিশ্রুতি মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করে দিয়েছেন কাজ।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।  একই সঙ্গে তারা আশাবাদী এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলনের পর হয়তো এরা যে নতুন করে শিল্পের সম্ভাবনা তৈরি হতে পারে।  সেই সঙ্গে তৈরি হতে পারে বিপুল কর্মসংস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *