​তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এবং ডেরেক ও’ব্রায়েন। ডেরেক জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ ছিলেন। সংসদীয় রাজনীতি এক সময় তিনি করেছেন। এবার সংসদীয় কমিটির চেয়ারপার্সন তাঁকে পেয়ে আমরা গর্বিত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আমাদের পথ দেখাবে।’ সুখেন্দু শেখর রায় বলেন, ‘একটি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বিপুল অভিজ্ঞতা তা আমরা আগামী দিনে সংসদের দুই কক্ষেই ব্যবহার করব। তিনি শুধু একটি রাজ্যের নয়, ভারতবর্ষের প্রত্যেকটি নিপীড়িত মানুষের কাছে তিনি লাইট হাউস। সে কারণেই তাঁকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই পথ গ্রহণ করার জন্য।’

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বাংলার মুখ্যমন্ত্রী। এবার তাকে দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মনোনীত করা হল। গতকাল সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। 

আরও পড়ুন:  Bharatiya Jana Seva Mission bags “Pure Social Impact Award 2022”

২০২৪ লোকসভা নির্বাচনে যে পাখির চোখ তা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে বিজেপিকে বিতাড়িত করার ডাক দিয়েছেন তিনি। এবার তৃণমূল সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, দিল্লি দখলের লড়াইয়ে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পদ দেওয়ার ফলে তিনি লোকসভা ও রাজ্যসভার সাংসদরা কীভাবে কাজ করছেন, কোন রণকৌশলে আগামী দিনে কাজ করবেন তা ঠিক করে দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *